
পিরোজপুরের ইন্দুরকানীতে খালের পানিতে ডুবে আরিয়ান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ মার্চ) ইফতারের পূর্বে উপজেলা পাড়েরহাট ইউনিয়নে টেংরাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ইউপি সদস্য জানান, আরিয়ানের পিতা আনোয়ার মোল্লা বিকালে মাঠে গরু গোসল করাতে ছিল। আরিয়ান তার সাথে ছিল। পরে আরিয়ান তার পিতার কাছ থেকে চলে আসে। বাড়ি যাবার পথে বাড়ির সামনে খালে পানিতে হাত ধোয়ার জন্য ঘাটে নামে। তখন সে পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পরে পিতা আনোয়ার মোল্লা বাড়িতে গেলে আরিয়ানকে না পেয়ে খোঁজাখুজি করেন। পরে আরিয়ানের পায়ের জুতা খালে ভাসতে দেখে স্থানীয় লোকজন খালে খুঁজতে নামে।
তারা না পেড়ে ইন্দুরকানী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আরিয়ানকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ইন্দুরকানী ফায়ার সার্ভিস সাব স্টেশন অফিসার নুরুজ্জামান শরিফ জানান, ইফতারের পরে আমাদের খবর দিলে তাৎক্ষণিক গিয়ে উদ্ধারের কাজ পরিচালনা করে আরিয়ানকে মৃত অবস্থায় উদ্ধার করি।
বিবার্তা/শামীম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]