
মতলব উত্তরে ২ প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
৩০ মার্চ, শনিবার সকালে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর এলাকার বেড়িবাঁধ সড়কের নন্দলালপুর বাজারের পাশে হিজলাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিকভাবে চিকিৎসার জন্য প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠিয়ে দেয়া হয়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]