
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক কংলাক পাহাড়ে পণ্য পরিবহনের সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে সাজেকের কংলাক পাহাড়ে যাওয়ার সময় প্রাণ কোম্পানির পণ্যবাহী মাহিন্দ্র গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় গাড়িতে থাকা প্রাণ কোম্পানীর ২ জন প্রাতিনিধি লাফ দিয়ে নেমে গেলেও রক্ষা হয়নি চালকের। অন্তত ১৫০ ফুট নিচে পাহাড়ের খাদে পরে গাছের সাথে আটকে যায় গাড়িটি। এতে চালকের মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই নিহত হন চালক মো. চাঁন মিয়া (৩৫)।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]