
ব্রাহ্মণবাড়িয়ার শহরে পুলিশের বিশেষ অভিযানে চোর, ছিনতাইকারী ও ডাকাতসহ তিনজন গ্রেফতার হয়েছে৷
২৯ মার্চ, শুক্রবার ভোর রাতে বিভিন্ন সময় সদর উপজলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, শহরের পশ্চিম মেড্ডার ইসমাঈলের ছেলে মো. শরীফ, একই এলাকার দাদা মাসুমের ছেলে প্রেম জয় ও নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আবুল কালামের ছেলে হৃদয়।
পুলিশ জানান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেনের দিক নির্দেশনায় ও পুলিশ উপ-পরিদর্শক জুয়েল রায়, নাহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার ভোররাতে গ্রেফতারি পরোয়ানা এসব চোর, ছিনতাইকারী ও ডাকাতকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামি মো. শরীফের বিরুদ্ধে ৫টি ডাকাতের প্রস্তুতি মামলা এবং প্রেম জয়ের বিরুদ্ধে ৩টি ডাকাতি প্রস্তুতির মামলা এবং ২টি চুরির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]