
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. এমরাজ হোসেন সুমন (২৮) নামে ফেনীর এক যুবক নিহত হয়েছেন।
২৯ মার্চ, শুক্রবার সকাল ১১টার দিকে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। নিহত মো. এমরাজ ফেনী জেলার দাগনভূঁইয়া পৌরসভার জগতপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।
নিহতের জেঠাতো ভাই সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আত্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান এমরাজ। দক্ষিণ আফ্রিকার বেষ্ট এরিয়ার ফালগুজ এলাকায় ব্যবসা করতেন।
শুক্রবার সকালে সুমনের দোকানে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে স্থানীয় এক সন্ত্রাসী দোকানের সামনেই তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে দাগনভুঞায় গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]