
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
২৮ মার্চ, বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফরিদকান্দি গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে বেপারী বাড়ির পারভেজ হাসানের ছেলে সামিউল (৪) ও মেয়ে সামিয়া (৩)।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বিকেলে বাড়িতে খেলা করছিল তারা। একপর্যায়ে খেলতে খেলতে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় তারা। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা জানান, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে শুনেছি। তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে মতলব উত্তর থানা পুলিশ।
মতলব উত্তর থানা পুলিশের ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, শুনেছি দুই শিশু পানিতে পড়ে মারা গেছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]