
ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২৮ মার্চ, বৃহস্পতিবার উদ্ধারকৃত ইয়াবাসহ মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বুধবার রাতে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারি সেলিম মিয়ার ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে সেলিম মিয়া ও শামীম নামে দুইজনকে আটক করা হয়। পরে সেলিম মিয়ার বাসা তল্লাশি করে ১৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, সেলিম মিয়ার বাসা তল্লাশি করে ১৩ হাজার ইয়াবা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]