
নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলা আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে। বুধবার (২৭মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে এক সভায় এ তথ্য জানানো হয়।
নড়াইল জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নড়াইল অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল,সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ডভোকেট আলমগীর সিদ্দিকী, সুলতান ফাউন্ডেশনের সদস্য,বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিবার্তা/ শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]