
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কচুরিপানা আনতে গিয়ে পুকুরের ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
২৭ মার্চ, বুধবার দুপুরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- বিদ্যাকুট পশ্চিম পাড়ার ব্যাপারী বাড়ির সামির হোসেনের মেয়ে সিজা মনি (৬) ও আব্দুল আলী মিয়ার মেয়ে তাকিয়া (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন ছিল।
এলাকাবাসী জানায়, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তাকিয়া ও সিজামনি কচুরিপানা আনতে যায়। এ সময় পানিতে পড়ে তারা ডুবে যায়। পরে অনেক খুঁজাখুঁজির পর এক পর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, দুই শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]