
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকায় অগ্নিকাণ্ডে একটি ঝুটের গুদামসহ পাশে থাকা একটি বসত বাড়ির ৪৬টি কক্ষ পুড়ে ভস্মীভূত হয়েছে।
২৫ মার্চ, সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ উত্তরপাড়া ঈদগা মাঠ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঝুট ব্যবসায়ী ধনী মিয়ার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের ধনি মিয়া ও সোহেল রানা নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে ছড়িয়ে পরে। এতে মোট ৪৬টি কক্ষ আগুনে পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও বাড়ির মালিক জানান, রাত ১টার দিকে উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ উত্তরপাড়া ঈদগামাঠ এলাকায় ধনি মিয়ার ঝুট গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দুইটি কলোনিতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে একটি ঝুট গোডাউন ও বসতবাড়ির ৪৬টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামালা পুড়ে ছাই হয়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিবার্তা/তুহিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]