
সুনামগঞ্জের ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়েছে।
২৬ মার্চ, মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।
পরে জনতা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় সংগীতের তালে তালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলিমুজ্জামান, সার্কেল অফিসার আলী ফরিদ আহমেদ, অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশতানসির বিল্লাহ, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, জোবায়ের পাশা হিমু, মোকাররম হোসেন তালুকদার, সঞ্জয় রায় চৌধুরী, গোলাম ফরিদ খোকা, বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/শহীদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]