
যশোরে মাদকাসক্ত ছেলের ছোড়া ইটের আঘাতে বৃদ্ধ পিতা নিহত হয়েছে। যশোরের শার্শা উপজেলার নাভারনের কাজিরবেড় গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম মহিউদ্দিন সরদার (৬৫)। তিনি গ্রামের মৃত দূলর্ভ সরদারের ছেলে।
রবিবার (২৪ মার্চ) রাতে তিনি মারা যান।
নিহত ব্যক্তির বড় ছেলে জাহিদ জানান, গত ১৭ই মার্চ ছোট ভাই জনি বাবার কাছে নেশার টাকা চায়। বাবা দিতে অস্বীকার করলে কথা কাটাকাটির এক পর্যায়ে জনি বাবার মাথায় ইট ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে বাবা মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে বাড়িতে আনা হলে গতকাল রবিবার রাতে তিনি মারা যান।
এ ব্যপারে শার্শা থানা তদন্ত অফিসার মিলন কুমার মন্ডল জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং তার নেশাগ্রস্ত ছেলে জনিকে গ্রেফতার করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]