
ঢাকার ধামরাইয়ে গর্তের পানিতে পড়ে মো. ইয়াছিন (৫) ও মো. হাকিম (৩) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে কুল্লা ইউনিয়নের খাতরা গ্রামে। তারা পাবনার আব্দুল মালেকের ছেলে। তিনি খাতরা গ্রামের আয়নাল হকের ভাড়াটিয়া। পেশায় তিনি ইটভাঙার শ্রমিক ও তাঁর স্ত্রী সালমা বেগম স্থানীয় একটি স্কুলের আয়া।
এলাকাবাসী জানায়, স্থানীয় কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান গর্ত করে মাটি কেটে নেন তাঁর বাড়িতে। ওই গর্ত বৃষ্টির পানিতে ভরে যায়। ইয়াছিন ও হাকিম দুই ভাই সন্ধ্যায় খেলা করতে গিয়ে গর্তের পানিতে পড়ে মারা যায়।
সালমা বেগম জানান, তাঁরা স্বামী-স্ত্রী সকালে কর্মস্থলে চলে যান। বিকেলে বাড়িতে এসে তাদের দুই ছেলেকে না পেয়ে খুঁজতে থাকেন। এ সময় বাড়ির পাশে গর্তের পানিতে তাঁর এক ছেলের জুতা ভাসতে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে সেখান থেকে তাদের দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে।
অপরদিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়াও আশুলিয়ার বাইপাইল ও সাভার থেকে আরও দুই যুবকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
বিবার্তা/শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]