
শেরপুরের নকলায় ইজিবাইক চাপায় তানিয়া নামে এক শিশু মারা গেছেন।
২৪ মার্চ, রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নারায়নখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পাঁচ বছর বয়সী নিহত তানিয়া ওই গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। চরঅষ্টধর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী এ তথ্য জানিয়েছেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশু তানিয়া বাড়ির সামনের পাকা রাস্তায় বাড়ি থেকে দৌড়ে আসছিল। এসময় চন্দ্রকোণা এলাকা থেকে আসা দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে যায়। এতে গুরুতর আহত হলে স্বজনরা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় চরঅষ্টধর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী শিশু তানিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]