
জামালপুরে বিভিন্ন ট্রেনের ৮১টি আসনের ৩৭ টিকিটসহ আরিফ (২২) নামে এক কালোবাজারিকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে গোয়েন্দা পুলিশ।
২৪ মার্চ, রবিবার দুপুর ২টার দিকে জামালপুর জেলার মেলান্দহ রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরিফ জামালপুর জেলার মেলান্দহ থানাধীন ফুলছেন্না গ্রামের রেজাউল করিমের ছেলে। তার বিরুদ্ধে আগেও একটি টিকিট কালোবাজারি মামলা রয়েছে।
পুলিশ জানায়, ঢাকা রেলওয়ে জেলার ডিবি পুলিশ কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরিফকে জামালপুর জেলার মেলান্দহ রেলস্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত টিকিট কালোবাজারি আরিফকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ভিন্ন ভিন্ন ট্রেনের বিভিন্ন গন্তব্যের ৮১টি আসনের ৩৭টি টিকিট ও টিকিট কালোবাজারির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃত আরিফের বিরুদ্ধে এর আগেই টিকিট কালোবাজারি সংক্রান্ত ১টি মামলা রয়েছে। জামালপুর রেলওয়ে থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। রেলওয়ে পুলিশের টিকেট কালোবাজারি বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]