মেঘনায় ট্রলারডুবির ঘটনায় আরও ৩ মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১৭:৫০
মেঘনায় ট্রলারডুবির ঘটনায় আরও ৩ মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


২৪ মার্চ, রবিবার দুপুর দুইটা থেকে ৩টার মধ্যে ভৈরব প্রান্তে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাশ থেকে দুইজন এবং আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এরা হলেন-নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানার মেয়ে মাহমুদা, কিশোরগঞ্জের রূপা দে এবং নরসিংদীর বেলাব উপজেলার কলেজছাত্রী আনিকা।


এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হলো। তবে এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন ট্রলারের আরও তিন যাত্রী।


ঘটনাস্থল থেকে উদ্ধারকারী দলের সঙ্গে থাকা ভৈরব ও আশুগঞ্জ নৌবন্দরের উপ-পরিচালক মো. রেজাউল করিম জানান, সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে দ্বিতীয়দিনের মতো অভিযান চালাচ্ছেন ডুবুরিরা। দুপুরে তিনজনের মরদেহ পাওয়া যায়।



তার আগে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ। তবে ট্রলারের ভেতরে তখন কাউকে পাওয়া যায়নি।


তিনি আরও জানান, উদ্ধারকৃত মরদেহগুলোর স্বজনদের কাছে হস্তান্তর করবে নৌপুলিশ। এ ঘটনায় এখনও নিখোঁজ থাকা বাকি তিনজনকে উদ্ধার কাজ চলমান আছে।


বিবার্তা/নিয়ামুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com