বেতন-ভাতা বৃদ্ধির দাবি
জামালপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১৪:৫২
জামালপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে বেতন-ভাতা বৃদ্ধি ও নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে।


২৪ মার্চ, রবিবার সকাল ৮টা থেকে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে কর্মরত শেখ হাসিনা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা ২৬ মার্চ সকাল ৮টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার এই কর্মবিরতি শুরু করেন।


দাবি আদায়ের লক্ষ্যে দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে শেখ হাসিনা মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শেখ হাসিনা মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদের মুখপাত্র ইন্টার্ন চিকিৎসক ডা. মনজুরুল হাসান জীবন, ডা. এম.এ কাভী সেকান্দর আলম, ডা. হৃদয় রঞ্জন দাস, ডা. সাদিয়া তাসনিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


এ সময় বক্তারা বলেন, সমসাময়িক অর্থনৈতিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাতা প্রদান ও চিকিৎসকদের পরিশ্রমের সঠিক মূল্যায়নের দাবিতে তাদের এই আন্দোলন। ইন্টার্ন ভাতা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ভাতা ৫০ হাজার টাকায় উত্তীর্ণ করা ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা।


পরে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহানের কাছে এসব দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন ইন্টার্ন চিকিৎসকরা।


বিবার্তা/ওসমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com