
ফরিদপুরের সদরপুর উপজেলার চরআড়িয়াল খাঁ এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাবর আলী মল্লিকের কান্দি এলাকার মৃত আজিত মল্লিকের ছেলে সোহেল মল্লিক (৩০) ও একই এলাকার আ. গণি শেখের ছেলে সোহেল শেখ (৪০)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন
গ্রেফতারকৃত দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে ২৩ মার্চ, শনিবার সকালে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, শুক্রবার (২২ মার্চ) রাত পৌনে ৯টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার চরআড়িয়াল খাঁ এলাকার আলাউদ্দিন মাস্টারের বাড়ির সামনের রাস্তার ওপর থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
ওসি শেখ মো. নাসির উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের শেষে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]