
ভোলায় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরির অভিযোগে তিনটি সেমাই তৈরি কারখানার মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
২৩ মার্চ, শনিবার দুপুরের দিকে ভোলার লালমোহনের নাঙ্গলখালী ও নবীনগর এলাকার ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, ভোলার লালমোহনের নাঙ্গলখালীর মিনা ফুড প্রোডাক্টস, নবীনগরের শেখ আলী ফুড প্রোডাক্টস ও রিফাত ফুড প্রোডাক্টস। এর মধ্যে মিনা ফুডকে ২ হাজার, শেখ আলী ফুডকে ৮ হাজার ও রিফাত ফুডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে ওই তিন প্রতিষ্ঠানের মালিকদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/শাহীন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]