
জেলার চুড়ামনকাটিতে সেচ্ছাসেবক লীগ নেতা শিমুল হত্যার ঘটনায় বুলবুল ও নাঈম নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (২২ মার্চ) রাজধানী ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে, বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামের তরিকুল ইসলামের বাড়ির সামনে এ হত্যাকাণ্ড হয়।
নিহত শিমুল হোসেন (৪০) গোবিলা গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। তিনি চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
প্রাথমিকভাবে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, শিমুল হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি বুলবুল ও নাঈমকে শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]