
সিঙ্গাপুর থেকে ৪১৩টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি মালয়েশিয়া স্টার।
২৩ মার্চ, শনিবার দুপুর ২টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। জাহাজ থেকে গাড়িগুলো দুপুর থেকে খালাস কাজ শুরু হয়েছে বলে জানান জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট।
জাহাজটির শিপিং এজেন্ট এন শি এ্যান্ট এর অপারেশন ম্যানেজার মাহবুব আলম হিরো জানান, আজ (২৩ মার্চ) শনিবার ৪১৩টি গাড়ি নিয়ে সিঙ্গাপুর থেকে ছেড়ে মোংলায় এসেছে এম ভি মালয়েশিয়া স্টার। গাড়িগুলো দুপুর থেকেই জাহাজ হতে খালাস শুরু করা হয়েছে। জাহাজ থেকে খালাস করে গাড়িগুলো বন্দর জেটির শেডে রাখা হবে।
আমদানি কৃত গাড়ির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গাড়ি।
বিবার্তা/জাহিদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]