
যশোরে ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২২ মার্চ) গোপালগঞ্জ এলাকা থেকে ডিবি পুলিশের এসআই মফিজুর রহমান ও এসআই শামীম তাদেরকে আটক করেন।
২৩মার্চ, শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি রূপম কুমার সরকার।
আটক ব্যক্তিরা হলেন, নড়াইল জেলার নড়াগাতি থানা এলাকার কলাবাড়িয়া গ্রামের সেলিম শেখ ওরফে হৃদয়, গোপালগঞ্জ জেলা সদরের ঘোষেরচর উত্তর পাড়া এলাকার খোকন ঠাকুর (৪৫) ও একই উপজেলার আড়ুয়া কনসুর গ্রামের মেজবাহ উদ্দিন (৩৭)।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি রূপম কুমার সরকার জানান, যশোর শহরের খালদার রোড এলাকা থেকে একটি ইজিবাইক চুরি হয়। ইজিবাইক উদ্ধারে নামে জেলা ডিবি পুলিশ। চোরাই ইজিবাইক উদ্ধারে সিসিটিভি যাচাই করে একে একে সাতটি ইজিবাইক চুরির ঘটনা জানতে পারে ডিবি পুলিশ। পরে অভিযান পরিচালনা করে ইজিবাইক চোর চক্রের তিনজনকে আটক করেন এবং সাতটি চোরাই ইজিবাইক উদ্ধার করেন। ইজিবাইক চোর চক্রের কাছ থেকে একটি সাদা রংয়ের প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]