
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব এস এম আজাদ হোসেন বৃহস্পতিবার (২১ মার্চ) এই কমিটি অনুমোদন দেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম মিশুকে আহ্বায়ক, সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালিক পুকন ও অধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াতকে সদস্য সচিব করে আগামী ২ বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট নিসচা সিলেট জেলা কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নজরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল রহমান, রাশেদুজ্জামান রাশেদ, মো. আবু জাবের, মো. সোহেল চৌধুরী, মো. আব্দুল হাসিব, তাওহীদুল ইসলাম, দিলওয়ার আহমদ, আবুল কাসেম, লোকমান আহমদ, মিয়া মো. রুস্তম, রাজিব ঘোষ, ফয়ছল চৌধুরী, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, আব্দুস সোবহান, শেখ লোকমান মিয়া, ফাহিম আহমদ শাহীন আহমদ, ইফতেখার হোসাইন শামীম, মো. মোশাররফ হোসেন, মো. আবুল বশর সাকু আহমদ, মোস্তফা হোসেন সম্রাট , মো. সাজিদুর রহমান, মো. উজ্জ্বল মিয়া, আব্দুল হামিদ, আহাদ আহমদ, সোবহান আহমদ, আছকর আলাী, মো. নাসির উদ্দিন, মো. শামস উদ্দিন আহমদ, শেখ মো. তৌহিদ।
কমিটির উপদেষ্টারা হলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলুল হক সেলিম, বিশিষ্ট চিকিৎসক ডা. মো. মঞ্জুর আহমদ।
বিবার্তা/লোকমান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]