
পিরোজপুরের কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবীদ মো. মোশারফ হোসেন শুক্কুর (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (২২মার্চ) রাত সাড়ে নয়টায় বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শুক্কুর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় কাউখালী উত্তর বাজার পুরাতন হাসপাতাল মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. স্বজল মোল্লা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় মরহুমের মরদেহ। কাউখালী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে যোহরবাদ তার গ্রামের বাড়ি কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রবিন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]