
নড়াইলের মানসিক প্রতিবন্ধী চম্পা খানম (৩৫) বিশ দিন ধরে নিখোঁজ রয়েছে। আজও তার সন্ধান মেলেনি। ১০, মার্চ তার সন্ধান চেয়ে নড়াইল সদর থানায় সাধারণ জিডি করা হয়েছে।
নিখোঁজ প্রতিবন্ধী চম্পা খানম নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইলের সুলতান আহমেদের মেয়ে।
নিখোঁজ জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ (মার্চ) চম্পা খানম সকাল সাড়ে ৬টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। গত ২০ দিন ধরে চম্পা নিখোঁজ রয়েছেন।
নিখোঁজের ঘটনায় তার মামা কামাল সরদার ১০ মার্চ নড়াইল সদর থানায় নিখোঁজ হয়েছে বলে সাধারণ জিডি করেছে যার নম্বর-৪১৪।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,‘নিখোঁজ চম্পা খানম একজন প্রতিবন্ধী ও সে বোবা, কানেও শোনে না। আমরা সব জায়গা ম্যাসেজ পাঠিয়েছি। যদি কেউ তার সন্ধান পায় তাহলে সদর থানার ডিউটি অফিসারের নম্বর ০১৩২০১৪৬১৭৪ বা তার মামার মোবাইল নম্বর ০১৯৪৬৫৯৯২৬৭ এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]