
ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহ আলম (৪৮) মৃত্যু ঘটনা ঘটেছে।
২২ মার্চ, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে।
হত্যার অভিযোগে ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ।
নিহত শাহ আলম ফতেপুর মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল রাকিবের ছেলে এবং ভাতিজা রাজু লালন মণ্ডলের ছেলে।
এলাকাবাসী শহিদুল ইসলাম জানান, চাচা ভাতিজার সাথে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জের ধরে শুক্রবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ভাতিজা রাজু চাচাকে বাড়ি থেকে বের হলে মারার হুমকি দেয়। এরপর ভাতিজা বাড়ি থেকে কিছু দূরে (বেড়ের মাঠে) চাচাকে মারার জন্য অপেক্ষা করে। এসময় চাচা ভ্যান নিয়ে মহেশপুরের দিকে যাচ্ছিল, পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ভাতিজা লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই চাচা মারা যায়।
মহেশপুর থানার ওসি তদন্ত ইসমাইল হোসেন বলেন, সকালে উপজেলার ফতেপুর গ্রামে চাচা ভাতিজার পারিবারিক দ্বন্দ্বে, ভাতিজা রাজু চাচার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। সেখান থেকে স্থানীয়রা চাচাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে চাচা শাহ আলমের মৃত্যু হয়। এই ঘটনায় ভাতিজা রাজুকে আটক করা হয়েছে।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]