
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪৩ বস্তা ভারতীয় চিনিসহ আব্দুর রহমান (৩০) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর পৌনে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালাগড় গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মস্তু মিয়া পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আব্দুর রহমান নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায় আব্দুর রহমান ও পলাতক মস্তু মিয়ার হেফাজতে থাকা ২৪৩ বস্তা ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ১৫ হাজার টাকা।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি জব্দকৃত চিনির আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। তিনি আরো বলেন, আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার দায়ে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার পর আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/ শহীদুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]