
সুনামগঞ্জের ধর্মপাশায় সূনেত্র-২ গ্যাস ক্ষেত্রের খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপণের জন্য জনমত যাচাই বিষয়ক সভার আয়োজন করা হয়েছে।
২১ মার্চ, বৃহস্পতিবার দুপুর দুইটায় সেলবরষ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বাংলাদেশ পেট্রোলিয়ম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)এ সভার আয়োজন করে।
সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকার সভাপতিত্বে বক্তব্য দেন বাপেক্সের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক, ডিজিএম ড. আব্দুস সালাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজউদ্দীন আহমদ, ইউপি সদস্য হামিদুর রহমান রতন প্রমুখ।
উল্লেখ্য, ২০১২ সালে ওই ইউনিয়নের গাবি গ্রামে সুনেত্র-১ এর খনন কাজ করা হয়েছিল। কিন্তু খননকৃত কূপে গ্যাস না পাওয়ায় তা পরিত্যক্ত ঘোষণা করে বাপেক্স। এবার একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামে সুনেত্র-২ খনন প্রকল্পের কাজ করবে বাপেক্স।
বিবার্তা/শহীদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]