
পিরোজপুরের ইন্দুরকানী বাজারে তরমুজের কেজি ৮০টাকা দরে বিক্রি করা হয়।
২১ মার্চ, বৃহস্পতিবার পাড়েরহাট ও ইন্দুরকানী বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, পবিত্র মাহে রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক দামে তরমুজ বিক্রি করেন।
তরমুজ ব্যবসায়ীরা মাঠ পর্যায়ে কৃষকের হাত থেকে পিচ হিসেবে ক্রয় করেন আর বিক্রি করেন ৮০/৭০টাকা কেজি হিসেবে।
ইন্দুরকানী বাজারের ক্রেতা রহমান জানান, ৪৮০ টাকা দিয়ে একটি তরমুজ ক্রয় করি কিন্তু তার ভিতরে সাদা! খাবার সম্পূর্ণ অনুপযোগী।
ব্যবসায়ী মিরাজ জানান, আমরা যেভাবে ক্রয় করি সেইভাবে বিক্রি করতে পারি না। কারণ অনেক তরমুজ নষ্ট হয়ে যায় এবং বিভিন্ন স্থানে আড়তদারি ও লেবার খরচ এবং যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় একটু বেশি দামে বিক্রি করতে হয়। রমজান মাসের কারণে কৃষকরা তরমুজ খাবারের জন্য পরিপূর্ণ না হওয়ার আগেই তারা বাজারে বিক্রি করেন। সেই কারণে অনেক তরমুজ ভিতরে সাদা পাওয়া যায়। চলতি বছর প্রচুর ফলন ভালো হয়েছে ,আস্তে আস্তে তরমুজের দাম কমে যাবে।
তরমুজ একটি সুস্বাদু পানি জাতীয় খাবার। বাজারে চাহিদা অনেক বেশি। সেই কারণে অনেক ব্যবসায়ীরা এই সুযোগটা নিয়েছে।
নাম প্রকাশের অনিচ্ছুক ক্রেতা জানান, দ্রব্যমূল্যের বাজার উর্ধ্বগতি। সেই থাকে তাল মিলিয়ে বিভিন্ন ফলের দামও বৃদ্ধি পেয়েছে। প্রশাসনিক তদারকি জোড়ালো থাকলে এ ধরনে পরিস্থিতি স্বীকার হতে হত না।
বিবার্তা/শামীম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]