
সুনামগঞ্জের মধ্যনগরে ৫ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চামরদানি ইউনিয়নের সাড়ারকোনা গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় এদেরকে গ্রেফতার করা হয়।
এসময় জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জুয়ারীরা হল, উপজেলার চামরদানি ইউনিয়নের সাড়ারকোনা গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মো. মরম আলী (৪০), মৃত মোহাম্মদ আলীর ছেলে নজরুল হক (৪০),আব্দুন নুরের ছেলে সবুজ মিয়া (৩৯) ও ফারুকনগর গ্রামের আব্দুর রব তালুকদারের ছেলে রনি তালুকদার (৪০), মো. আব্দুল কাদিরের ছেলে আলমগীর হোসেন (৩২)।
মধ্যনগর থানার ওসি মো. এমরান হোসেন বলেন প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে জুয়া আইনের ১৮৬৭ সনের ৩/৪ ধারায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/শহীদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]