
সাভারের আশুলিয়ায় দ্রব্য মূল্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২১ মার্চ, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার বাইপাইল আড়তে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান।
এসময় বিভিন্ন তরমুজ, ডাবের আড়তে অভিযান পরিচালনা করে ক্রেতাদের সাধ্যের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ীদের তিনি নির্দেশ দেন।
এছাড়াও সেখানে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার আইনে খান হোটেল মালিককে নগদ ৩৫ হাজার, রূপসি হোটেলকে ৩৫ হাজার ও টাঙ্গাইল সুইটমিটকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]