
সাভারে প্রশাসনের চোখের সামনে খাল বিল ও ফসলি জমির মাটি কেটে নিয়ে গেলেও মাটি খেকোদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। দিনের পর দিন এভাবে মাটি কাটলেও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
এলাকাবাসী জানায়,সাভারের আমিনবাজার সালেহপুর ব্রিজের পাশে বিল থেকে প্রতিদিন ভেকু দিয়ে টনকে টনকে টন মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার মাটি খেকো আমির।
প্রতিদিন আমির ওই বিল থেকে মাটি কেটে ড্রাম ট্রাকে করে নিয়ে যাচ্ছে। ড্রাম ট্রাক সেখানে চলাচল করার কারণে গ্যাস লাইনের পাইপ ঝুঁকির মধ্যে পড়েছে। ড্রাম ট্রাক চলাচলের কারণে ধুলো বালিতে এলাকার পরিবেশ চরম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অবস্থায় প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।
সকালে সেখানে গিয়ে মাটি কাটার এমন দৃশ্য দেখে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদকে খবর দিলে তিনি বলেন, বিষয়টি দেখছি।
পরে পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দিয়ে তিনজনকে আটক করে।
এলাকাবাসী অবিলম্বে এই মাটি খেকোর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে মাটি খেকো আমির বলেন, প্রশাসনকে ম্যানেজ করেই তিনি মাটি কেটে বিক্রি করছেন তাই ভয় পাওয়ার কিছু নেই।
এ বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিলুর রহমান বলেন,মাটি খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে একটি চক্র।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]