
সাভারে স্ত্রী ও স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সৌদি প্রবাসী স্বামী সুমন মিয়া। এঘটনায় ঘাতক সুমন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
২১ মার্চ, বৃহস্পতিবার সকালে সাভারের উলাইলের কর্ণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত ঘাতক সুমন মিয়া জানান, তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। গত কয়েক বছর আগে তিনি স্ত্রী পলি ও দুই সন্তানকে বাড়িতে রেখে সংসারের অভাব ফেরাতে সৌদি আরব কাজে চলে যান। এদিকে তার স্ত্রী পলি স্বামীর অবর্তমানে সাইফুল ইসলাম নামের এক যুবকের সাথে পরকীয়া প্রেমে জড়ান। তার স্ত্রী ও তার প্রেমিক সাভারের উলাইলের কর্ণপাড়া এলাকায় এসে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
তিনি স্ত্রীর পরকীয়ার কথা শুনে সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরে আজ সকালে উলাইলের কর্নপাড়া এলাকায় আসেন। এসময় তিনি একটি দোকান থেকে একটি বটি কিনে স্ত্রী পলি ও তার প্রেমিক সাইফুল ইসলামকে একটি রাস্তায় ডেকে নিয়ে প্রকাশ্যে দু’জনকে কুপিয়ে জখম করে।
পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এঘটনায় পুলিশ আহত দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আকবর আলী জানান, ঘাতককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]