
সাভারে গরুর মাংস কেজি ৬৫০ টাকা বেঁধে দেওয়ায় লোকসানের অজুহাতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন মাংস বিক্রেতারা।
২১ মার্চ, বৃহস্পতিবার সকাল থেকে সাভার পৌর এলাকা সহ বিভিন্ন স্থানে মাংসের দোকানে গিয়ে মেলেনি গরুর মাংস।
সকালে মাংস কিনতে গিয়ে দোকানে দোকানে ঘুরেও মাংস পাননি ক্রেতারা।দোকান কর্মচারীদের এদিন অলস সময় কাটাতে দেখা গেছে।
সাভার পৌরসভা বুধবার (২০ মার্চ) এক নোটিশে গরুর মাংসের কেজি ৬৫০ টাকা বেধে দেওয়ার পর থেকেই আন্দোলনে নামেন মাংস বিক্রেতা সমিতির সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে সাভার পৌরসভার মেয়র আলহাজ মো. আব্দুল গনি জানান, বাজার দর যাচাই করে মাংস ব্যবসায়ীদের লাভ ধরেই গরুর মাংস কেজি প্রতি ৬৫০ টাকা এবং খাসির মাংস এক হাজার তিন টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে মাংস বিক্রেতারা জানান, পৌরসভার বেঁধে দেওয়া দরে গরুর মাংস বিক্রি করতে হলে নিশ্চিতভাবেই ক্রেতাদেরকে ঠকাতে হবে। কেজি প্রতি মাংসে ২০০ গ্রাম হাড় এবং দেড়শ গ্রাম চর্বি দিতেই হবে।
নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক মাংস বিক্রেতা জানান, আগে প্রতি কেজি চর্বি তারা সাবানের দোকানে বিক্রি করতেন ৫০ টাকা। কর্তৃপক্ষের বেঁধে দেওয়া দামে বিক্রি করতে গিয়ে এখন সেই চর্বি বিক্রি হচ্ছে কেজি প্রতি সাড়ে ৬’শ টাকা। এভাবেই দাম সমন্বয়রে মাধ্যমে ঠকানো হচ্ছে ক্রেতাদের।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]