অবৈধ দখলদারদের কাছ থেকে খাস জমি উদ্ধার
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ২৩:০০
অবৈধ দখলদারদের কাছ থেকে খাস জমি উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারি খাস জমি উদ্ধার করেছে ঢাকার জেলার আমিনবাজার রাজস্ব সার্কেল। উদ্ধারকৃত খাস জমির পরিমাণ ০ দশমিক ৪২ একর।


মঙ্গলবার (১৯ মার্চ) জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশে আমিনবাজার রাজস্ব সার্কেলের ৪২ শতাংশ জমি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে আনেন আমিনবাজার সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম রুবি।


নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিশেষ অভিযানে খাস জমি উদ্ধারে সাথে সাইনবোর্ড টাঙিয়ে জেলা প্রশাসন ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেন। এ অভিযানের পরিচালনার সময় আমিনবাজার রাজস্ব সার্কেলের আমিনবাজার ইউনিয়নভূমি উপসহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।


দুজন সার্ভেয়ার মো. হান্নান মিয়া ও বজলুর রসিদ, ইসরাত খান নিশি নাজির কাম অফিস সহকারী, স্থানীয় জনগণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


নাম প্রকাশে অনিচ্ছুক জমিটি চাষাবাদকারী জানান, আমি এই জমির স্বত্বাধিকারী সালাম গং এর কাছ থেকে বছরে ১৮ হাজার টাকা ভাড়া নিতে চাষাবাদ করে খাচ্ছি। এই জমির ব্যাপারে আমি কোন কিছু জানিনা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com