
পিরোজপুরের কাউখালী উপজেলার কাঠালিয়া ও গোসনতারা গ্রামে পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটের পাজা পরিচালনার দায়ে মালিক মো. জাকির হোসেন এবং মহিউদ্দিন সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ফায়ার সার্ভিস কর্তৃক পানি দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ইটের পাজাসহ হাজার হাজার কাঁচা ইট।
২০ মার্চ, বুধবার দুপুরে কাঠালিয়া ও গোসনতারা গ্রামে ফায়ার সার্ভিস সদস্যদেরকে সাথে নিয়ে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. স্বজল মোল্লা।
অভিযানে স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় পাজার চুল্লিতে থাকা আগুন পানি দিয়ে নিভিয়ে দেয়া এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়। পরে বৈধ কোনো কাগজ না থাকায় ইটভাটার মালিক জাকির হোসেন ও মহিউদ্দিন সরদারকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. স্বজল মোল্লা বলেন, ইট প্রস্তুত আইন অনুযায়ী লাইসেন্স না থাকায় ইট ভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
বিবার্তা/রবিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]