রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাল নিয়ে মোংলা বন্দরে রুশ জাহাজ
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ১০:৫৩
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাল নিয়ে মোংলা বন্দরে রুশ জাহাজ
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাল নিয়ে রাশিয়া থেকে ছেড়ে আসা পোর্ট ভিলা পতাকাবাহী জাহাজ এমভি আনকা সান মোংলা বন্দরে পৌঁছেছে। বিভিন্ন ধরনের মেশিনারি মালামাল নিয়ে রাশিয়া থেকে আসা এ জাহাজটি আজ (২০মার্চ) সকাল ৯ টার সময় বন্দরের ৭ নং জেটিতে ভিড়ে।


বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্স’র অপারেশন ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী জানান, গত ১২ ফেব্রুয়ারিতে রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে ৭১০ প্যাকেজের ১ হাজার ১শ ২২ ম্যাট্রিক টন মেশিনারি মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজ এমভি আনকা সান । এরপর আজ সকালে বন্দর জেটিতে ভিড়ে এ জাহাজটি।


সকাল থেকেই জাহাজে থাকা বিভিন্ন মেশিনারি মালামাল খালাস কাজ শুরু হবে। খালাসকৃত মালামাল বন্দর জেটিতে রাখা হবে। এরপর এ মালামাল সড়ক পথে নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকল্প এলাকায়।


বিবার্তা/জাহিদ/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com