২০ বিদেশি পর্যটক নিয়ে ভারতের ‘গঙ্গা বিলাস’ কাউখালীতে
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ২০:০৪
২০ বিদেশি পর্যটক নিয়ে ভারতের ‘গঙ্গা বিলাস’ কাউখালীতে
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে ২০ বিদেশি পর্যটক নিয়ে এসে পৌঁছেছে ভারতের পর্যটকবাহী প্রমোদতরি গঙ্গা বিলাস।


১৯ মার্চ, মঙ্গলবার বিকেলে ৫টায় কাউখালী সন্ধ্যা নদী নদীসংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর লঞ্চ ঘাটে নোঙর করে ‘গঙ্গা বিলাস’।


সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভারতের বেনারস উদ্দেশ্যে ছেড়ে আসা ভারতের পর্যটকবাহী প্রমোদতরি গঙ্গা বিলাসে ১৫ জন সুইডিশ ও ৫ জন জার্মানি নাগরিক রয়েছে। গত রবিবার ঢাকা থেকে ছেড়ে চাদঁপুর, বরিশাল হয়ে মঙ্গলবার বিকেলে তারা কাউখালী আসেন। পরে উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। মঙ্গলবার কাউখালীতে রাত্রী যাপন শেষে বুধবার সকালে তারা সুন্দরবনের উদ্দেশে কাউখালী ছেড়ে যাবেন। পরে তারা মোংলা বন্দর হয়ে ভারতের বেনারস যাবেন।


উল্লেখ্য, গত বছর ১১ জানুয়ারি উত্তর প্রদেশের বারানসী’তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এমভি গঙ্গা বিলাস’এর প্রমোদ ভ্রমনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রায় ২০০ ফুট দৈর্ঘ ও ৪০ ফুট প্রস্থ তিনতলা এ নৌযানটির ২৮টি বিলাসবহুল কক্ষ রয়েছে।


বিবার্তা/রবিন/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com