
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ায় রবিবার (১৭ মার্চ) বিকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এর সাংবাদিক এইচ এম রাজিব ও দৈনিক কল্যাণের মাগুরা জেলা প্রতিনিধি হোসেন আলীকে কিশোর গ্যাং নেতা সাব্বির মুন্সী ও তার বাহিনী মিলে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতরভাবে আহত করে। এ সময় প্রাইভেট কার ও ক্যামেরা ভাঙচুর করে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় সোমবার (১৮ মার্চ) শালিখা থানায় সাংবাদিক এইচ এম রাজিব বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা করার দুই ঘণ্টার মধ্যে পুলিশের একটি চৌকস টিম কিশোর গ্যাং নেতা সাব্বির মুন্সী ও শফি মুন্সীকে গ্রেফতার করে।
১৯ মার্চ, মঙ্গলবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে শালিখা থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন নিশ্চিত করেছেন।
বিবার্তা/মনিরুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]