
পিরোজপুর চাঞ্চল্যকর নাসিমা হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত প্রধান আসামি স্বামী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব ৮এর একটি বিশেষ টিম ।
সোমবার (১৮ মার্চ) রাতে অভিযান চালিয়ে জেলার পৌরসভার কৃষ্ণচূড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
১৯ মার্চ, মঙ্গলবার সকালে র্যাব -৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম জেলার সদর থানার চলিশা গ্রামের মৃত জবেদ আলী খানের ছেলে ও নাসিমা বেগমের স্বামী।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর জেলার সদর থানার ধূলিয়ারী কদমতলা গ্রামের ঝরঝরিয়া তলা এলাকায় একটি ডোবায় হাত বাঁধা অবস্থায় একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে থানা পুলিশ। পরে পিরোজপুর সদর থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরোও জানা যায় মামলাটি সিআইডি তদন্ত করে। তদন্তে জানা যায়, নাসিমার স্বামী নজরুল ইসলাম তাকে হত্যা করে একটি পরিত্যক্ত ডোবায় ফেলে রেখে যায়। উক্ত মামলায় নজরুল ইসলাম ১৪ বছর ধরে পালাতক ছিলেন। তার পালাতক অবস্থায় আদালত হত্যা মামলায় রায় প্রদান করা হয়।
বিবার্তা/তাওহিদুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]