
ঝিনাইদহ শহরের চাকলাপাড়া মহিষাকুন্ডু এলাকায় তারাবির নামাজ পড়তে যাবার সময় রাফসান (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্র আহত হয়েছে। আহত রাফসান শহরের কালেক্টর স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
রবিবার (১৬ মার্চ) রাতে তাকে হাতুড়িপেটা করে আহত করেছে স্থানীয় কিশোর গ্যাং। আহত রাফসান ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে।
রাফসানের বাবা জিনারুল ইসলাম তরুণ জানান, তারাবির নামাজ শেষে জানতে পারি ছেলেকে কে বা কারা মারধর করেছে। ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে গিয়ে ছেলের সাথে কথা বলে জানতে পারি, শহরের পুরাতন হাটখোলার ফল ব্যবসায়ী মানিক ও তার দলবল সার্কিট হাউজের সামনে সিগারেট খেয়ে ধোঁয়া উড়াচ্ছিল। আর ছেলেদের যাবার সময় আজেবাজে কথা বলছিল। তখন আমার ছেলে বলে আপনারা বকছেন কেন? তখনই তাদের উপর হামলা শুরু করে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন উদ্দিন জানান, শহরের চাকলাপাড়ায় কিশোর গ্যাং এর হামলার ঘটনা শুনেছি। শোনা মাত্রই হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত পূর্বক কিশোর গ্যাং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]