টাকার বিনিময়ে রেল লাইন কেটে ক্ষমতায় যাওয়া যায় না: রেলপথ মন্ত্রী
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১৭:১১
টাকার বিনিময়ে রেল লাইন কেটে ক্ষমতায় যাওয়া যায় না: রেলপথ মন্ত্রী
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেন, মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা লুটা যায় না। টাকার বিনিময়ে রেল লাইন কেটে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে হলে মানুষকে সম্পৃক্ত করতে হবে।


১৮ মার্চ, সোমবার দুপুর ৩টায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম (এমপি)।


রেলপথ মন্ত্রী বলেন, গত কাল রেলের ৯টি বগি লাইন চ্যুত হয়েছে। যে ব্যক্তি ফিস প্লেট খুলছিল তাকে ধাওয়া দিলে ব্যাগ ফেলে পালিয়ে গেছে। তার আইডি কার্ড সহ কাগজপত্র পাওয়া গেছে। সে মূলত কিছু টাকার বিনিময়ে এই কাজ করছে।


আগুন সন্ত্রাসী বিএনপি ও বিএনপি সমর্থনকারী জামাত এই কাজ গুলো করে। এগুলো করে তারা জনসমর্থন পাচ্ছে না। বরং আস্তে আস্তে জনগণ থেকে দূরে সরে গেছে। তারা জানে মানুষ তাদের ভোট দেবে না সে জন্যই এই সব অপকর্ম করছে। রাজনীতি করার প্রথম শর্ত দেশকে ভালোবাসতে হবে।


তিনি বলেন, ইদ উপলক্ষ্যে ট্রেনের সাথে সাথে অতিরিক্ত বগির ব্যবস্থা করা হয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যে অধিকাংশ যাত্রী বহন করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি।


তিনি আরও বলেন, টিকিট ছাড়ার ২/৩ ঘণ্টার মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যায়। কোন কোন নাম্বার থেকে টিকিট কেনা হয় প্রত্যেক দিন তার তালিকা নেওয়া হচ্ছে। এর সাথে সাথে কাউন্টার থেকে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


এসময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান মোল্লা, সহ-সভাপতি এ কে এম ফরিদ হোসেন বাবু, সহকারী কমিশনার ভূমি হাসিবুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মিঠুন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com