এবার মিরপুরে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১৭:১১
এবার মিরপুরে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মিরপুরের উজ্জ্বল মাংস বিতানে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।


১৮ মার্চ, সোমবার মিরপুর ১১-তে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।


এ সময় সফিকুজ্জামান বলেন, মাংস ব্যবসায়ী নয়ন আহমেদ, খলিল, উজ্জ্বলসহ বেশ কয়েকজন সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রি করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছে যে সৎ ইচ্ছা থাকলে ভোক্তাদের নিকট সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রয় করা সম্ভব।


তিনি বলেন, যদি চামড়ার ন্যায্য মূল্য প্রদান, পরিবহনে চাঁদাবাজি সমস্যা দূর করা, ফিডের মূল্য কমিয়ে আনা, উন্নত জাতের গরু নির্বাচন, হাঁসলি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার মতো কিছু কাজ করা যায় তবে ভোক্তা পর্যায়ে ৫০০ টাকা কেজি গরুর মাংস নিশ্চিত করা সম্ভব হবে।


তিনি বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় অধিদফতরের পক্ষ থেকে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের প্রতি সাশ্রয়ী মূল্যে ভোগ্যপণ্য বিক্রয়ের আহ্বান জানানো হয়। জনাব উজ্জ্বল সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রয়ের যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে আমি সাধুবাদ জানাই।


এ সময় অধিদফতরের মহাপরিচালক সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের নিকট মাংস বিক্রি করায় উৎসাহ প্রদানের লক্ষ্যে অধিদফতরের পক্ষ থেকে বর্ণিত প্রতিষ্ঠানের মালিক জনাব উজ্জ্বলকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান।


ব্যবসায়ী উজ্জ্বল বলেন, আমি গত চার মাস ধরে সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে গরুর মাংস বিক্রি করে আসছি। বছরের ১১ মাস ব্যবসা করি, রমজানের এক মাস ভোক্তাদের সেবায় সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রি করছি। আমি আমার সাধ্যমতো এ সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রির কার্যক্রম চালিয়ে যাব।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com