ছেলের দেয়া লিভারে বাঁচবে বাবা
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১৫:১৩
ছেলের দেয়া লিভারে বাঁচবে বাবা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুরে ছেলের দেয়া লিভারে প্রাণ ফিরে পেলেন লিভার সিরোসিস রোগে আক্রান্ত বাবা মো. বেলাল হোসেন। তিনি উপজেলার শ্রীপুর গ্রামের এবং শ্রীপুর-চরপিপলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।


তিনি প্রায় আড়াই বছর ধরে লিভারের ওই জটিল রোগে ভুগছিলেন। এ রোগ থেকে পরিত্রাণ পেতে লিভার প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছিলেন ভারতের চেন্নাইয়ের চিকিৎসকরা।


লিভার প্রতিস্থাপনের জন্য দাতা খুঁজে পাওয়া কঠিন ও কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। বেলাল হোসেনের এই দুঃসময়ে ঢাল হয়ে দাঁড়ায় তার ছেলে জাকির হাসান। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাবাকে প্রাণে বাঁচানোর সিদ্ধান্ত নেন তিনি।


জাকির রুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে ওয়ালটনে উচ্চ বেতনে চাকরি করেন। তিনি বাবার জীবন রক্ষায় নিজের অঙ্গ লিভারের উল্লেখযোগ্য অংশ বাবাকে দেন।


জানা যায়, মানুষের লিভার সাধারণত ১০-১২ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এক্ষেত্রে ৩-৪ সেন্টিমিটার পর্যন্ত লিভার রোগীর শরীরে প্রতিস্থাপন করলে কারো কোনো ক্ষতি হয় না বরং উভয়ের লিভার স্বাভাবিক পর্যায়ে বৃদ্ধি পায়।


সম্প্রতি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে বাবা ও ছেলের সফলভাবে অপারেশন সম্পন্ন হয়। তারা এখন ঝুঁকিমুক্ত।


এ বিষয়টি নিশ্চিত করে স্থানীয় খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন বলেন, হাসান প্রমাণ করলেন সদিচ্ছা ও ভালোবাসা থাকলে জন্মদাতা পিতার জন্য ছেলেরা অনেক কিছু করতে পারা যায়। সমাজে পিতার জন্য জাকির হাসানের এই অবদান সত্যিই বিরল।


পরিবারের জন্য বাবারা সবসময়ই সুপার হিরো। কিন্তু সন্তানরাও পরিবার ও সমাজের কাছে কখনো কখনো হিরো হয়ে ওঠে। তার
উৎকৃষ্ট উদাহরণ জাকির হাসান।


বিবার্ত/জনি/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com