
চাঁদপুরে সাপের কামড়ে আল্লাদী বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক বিপ্লব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আল্লাদী বেগম চাঁদপুরের পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের পর্দানিয়া কান্দি গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, ইফতারের পর ঘরের মাচায় পাটের শলা নামাতে গিয়ে সাপের কাপড়ে আক্রান্ত হন আল্লাদী বেগম। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্বামী ও এক কন্যা সন্তান রয়েছে।
চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক বিপ্লব সরকার বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]