
সাভারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের জন্য তৈরি হচ্ছেমুখরোচক সন্দেশ। তবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হলেও দেখার যেন কেউ নেই। কেমিক্যাল দিয়ে তৈরি সন্দেশ খেয়ে প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছে শিশুরা ।
এলাকাবাসী জানায়, সাভারের আড়াপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি দিনের পর দিন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ক্যামিকেলের রং মিশিয়ে শিশুদের জন্য সন্দেশ তৈরি করছেন। তৈরি কৃত সন্দেশে মিশে যাচ্ছে শ্রমিকদের হাত-পা সহ শরীরের ঘাম।
পরে সেই সন্দেশ সাভারের বিভিন্ন দোকান ও বাজারে বিক্রি করে আসছে তারা। সেগুলো স্কুলের বিভিন্ন ছোট ছোট শিশুরা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। কারখানা মালিকরা এমন অপরাধ মুলক কাজ দিনের পর দিন করে আসলেও প্রশাসন কোন ব্যবস্থাই নিচ্ছে না। প্রশাসনের কাছে অবিলম্বে এসব সন্দেশ কারখানা বন্ধ ও মালিকদের কঠোর শাস্তির দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, অভিযান করে এসব সন্দেশ কারখানা বন্ধ করে দেওয়া হবে।
বিবার্তা/সাভার/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]