
রাজধানী কদমতলী জুরাইন এলাকায় বিড়ি ফ্যাকটরির পাশে খালের পানিতে ডুবে কামাল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
১৭ মার্চ, রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা কামাল হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার ভাই জামাল হোসেন জানান, আমার ছোট ভাই কামাল মৃগী রোগী। আজ রাতে সে খাল পার দিয়ে হেঁটে যাওয়ার সময় বিড়ি ফ্যাক্টরির পাশে খালে পড়ে যায়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন আমাদের খবর দিলে আমারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার হলুদিয়া গ্রামে। বতর্মান কদমতলী জুরাইন মিষ্টির দোকান রোড ইউসুফ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তাদের বাবার আসলাম হোসেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মহম্মদ বাচ্চু মিয়া বলেন, কদমতলির জুরাইনে খালের পানিতে ডুবে এক যুবককে ঢামেক নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]