
গাজীপুরের কালিয়াকৈরে তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নার্গিস বেগম (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।
১৭ মার্চ, রবিবার সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা ও জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, আজ সকালে আরিফুল ইসলাম (৩৫) ও মইদুল (৩০) নামে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম বলেন, রবিবার সন্ধ্যার দিকে নার্গিস বেগম নামে এক নারীর (আইসিইউ) মৃত্যু হয়েছে। তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল।
তিনি আরও বলেন , আজ সকালে দুই জন মারা যান। আরিফুল তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল, ও মইদুল তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল।
নার্গিসের শরীরে ৯০ শতাংশ ছিল। আজ তারা তিন জনই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত নার্গিসের চাচাতো ভাই মোকলেস মিয়া জানান, আমার বোনের সংসার টা শেষ হয়ে গেল সকালে মারা গেলেন তার স্বামী মহিদুল সন্ধ্যায় মারা গেলেন নার্গিস এখন তাদের শুধু একটা কন্যা সন্তান রয়েছে। আমার বোনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পূর্ব বেড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে সে পোশাক কারখানায় কাজ করতেন।
আরিফুলের ভাই মজনু জানান, আরিফুল কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামে রাজ্জাক বিশ্বাসের ছেলে। আরিফুল পরিবার নিয়ে কালিয়াকৈরে থাকতেন।
মইদুলের ভাগিনা মোহাম্মদ আকাশ জানান, মইদুলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের বেড়াখোলা গ্রামের সাবেত খার ছেলে। কালিয়াকৈরে একটি গোডাউনের দায়িত্বে ছিলেন তিনি।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। দাফন-কাফন এবং লাশ তাদের গ্রামের বাড়িতে পাঠানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা করা হয়। তিনি আরো জানান আজ সকালে যারা মারা গিয়েছেন তাদেরকেও একই সহযোগিতা করা হচ্ছে।
গত শুক্রবার (১৫ মার্চ) সকালে সোলাইমান মোল্লা (৪৫) নামে একজন মারা যান। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় তাইয়েবা (৩) এক শিশু ও ভোরের দিকে মনসুর আলী (৩২) দুইজনে মারা যায়।
উল্লেখ্য গত বুধবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে কালিয়াকৈর তেলিরচালা এলাকায় সিলিন্ডারের গ্যাসের আগুনে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৪ জনের মধ্যে হাসপাতালে ভর্তি রাখা হয় ৩২ জনকে।
বিবার্তা/বুলবুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]