
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চরফ্যাশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ, রবিবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক, চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালেক মূহিদ, চরফ্যাশন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহতাসিম উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমাইন কবির, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কবিতা, বক্তব্য, আবৃতি চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিবার্তা/শাহীন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]