
নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে।
১৭ মার্চ, রবিবার সকাল ১১ টায় এ উপলক্ষ্যে প্রেসক্লাবের মূল ফটকের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নোয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও জেলার সাংবাদিকবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণে নোয়াখালী প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সহ-সভাপতি শাহ ইমরান ওসমান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক ও এ আর আজাদ সোহেল, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন শিবলু, শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন সুমন, প্রচার প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক গাজী রুবেল, সদস্য আব্দুল মোতালেব বাবুল ও মাহবুবুর রহমান বাবু, বিটিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান কাজল, সদস্য মোসলেহ উদ্দিন, একেএম শাহজাহান উপস্থিত ছিলেন।
বিবার্তা/সুমন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]